ইসরায়েলের হামলায় হামাস কমান্ডার সাঈদ আতাল্লাহ আলী ও পরিবারের সদস্যদের নিহতের খবর

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাস কমান্ডার সাঈদ আতাল্লাহ আলী এবং তার পরিবারের সদস্যরা। আজ শনিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ত্রিপোলির বন্দর শহরের কাছে এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে হামাস জানিয়েছে, উত্তর ত্রিপোলির কাছাকাছি বেদ্দাভি ক্যাম্পের বাড়িতে ইসরায়েল বোমা বর্ষণ করে। এতে তাদের হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের একজন নেতা ছিলেন আলী। 

লেবাননের বারবার ইসরায়েলের টার্গেট হচ্ছে হামাসের কর্মকর্তারা। হামাসের তথ্য মতে,  এ সপ্তাহে তাদের ১৮ জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে।

This will close in 20 seconds