ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্টের

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। চলমান গাজা যুদ্ধের এক বছর পূর্তির এই সময়টাতে তাঁর এই আহ্বানকে গুরুত্বের সাথে দেখছেন রাজনীতি বিশ্লেষকেরা।

শনিবার সম্প্রচারমাধ্যম ‘ফ্রান্স ইন্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমি আজকের এই সময়ে দাঁড়িয়ে মনে করি, গাজা যুদ্ধ নিয়ে আমাদের রাজনৈতিক সমাধানে ফিরে যাওয়া উচিৎ। সেখানে যুদ্ধ করার জন্য (ইসরায়েলকে) অস্ত্র সরবরাহ না করাই এখন আমাদের অগ্রাধিকার। ফ্রান্স কোনো (অস্ত্র) সরবরাহ করছে না।’

অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ‘স্পষ্ট ঝুঁকি’র কথা জানিয়ে গত সেপ্টেম্বরে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছিল যুক্তরাজ্যও।

এদিকে মাখোঁর মন্তব্যকে ‘অমর্যাদাকর’ বলে মন্তব্য করে মাখোঁর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতানিয়াহু। নিজ কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের নেতৃত্বাধীন বর্বর বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যখন যুদ্ধ করছে, তখন সব সভ্য দেশের দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকা উচিত। (কিন্তু) তারপরও প্রেসিডেন্ট মাখোঁ ও অন্যান্য পশ্চিমা নেতারা ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছেন। লজ্জা হওয়া উচিত তাদের।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে।

This will close in 20 seconds