ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সার্জেন্ট নিহত, আহত ১০

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরে রোববার দুপরে ঘটা এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা সুসলিক। ১৯ বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন।

জানা যায়, দক্ষিণাঞ্চলীয় শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে ম্যাকডোনাল্ডসে প্রবেশ করে ওই বন্দুকধারী সেখানে থাকা লোকদের ওপর গুলি করেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আহমাদ আল-উকবি (২৯)। দেশটির হুরার কাছে উকবির অচেনা এক বেদুইন গ্রামে থাকতেন তিনি। এর আগেও তার নামে হামলার অভিযোগ রয়েছে। 

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে।

This will close in 20 seconds