উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী নো কিয়ং চোল

উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং চোলকে নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল কাং সান এর স্থলাভিষিক্ত হলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং নাম ঘোষণা করা হয়। তিনি কাং সান নামের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এই রদবদলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুই দিনব্যাপী ১৪তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) ১১তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭-৮ অক্টোবর এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ২০১৮ সালে সিঙ্গাপুর ও ২০১৯ সালে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এসব সফরে কিমের সঙ্গী ছিলেন নো কিয়ং চোল।

আশঙ্কা করা হচ্ছিল, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে এক বৈঠকে ১৯৯১ সালে সই করা যুগান্তকারী আন্তকোরীয় চুক্তি বাতিল করতে পারে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করতে পারেন কিম জং-উন। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক থেকে এমন কোনো ঘোষণা আসেনি।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে।

This will close in 20 seconds