সাতদিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)

ঢাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর হয়েছে।  এর আগে মামলার তদন্তের জন্য আবুল কালাম আজাদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

মামলার এজাহার বলছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগ। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করা হয়। 

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds