ঝুম বৃষ্টিতে ভিজে নামাজ আদায়রত মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়ালেন সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্য 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি হৃদয়স্পর্শী ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বৃষ্টি থেকে রক্ষা করতে নামাজরত এক মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছেন একজন পুলিশ সদস্য। 

জানা যায়, মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় অন্য মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে বসেছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার এক ব্যক্তি। এর মধ্যে বৃষ্টি শুরু হলে ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ছবিতে ওই পুলিশ সদস্যের চেহারা দেখা না গেলেও তার নাম দীপ্ত রায় বলে দাবি করেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক রাজেশ রঞ্জন সরকার। গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।

পোস্টে রাজেশ রঞ্জন সরকার লেখেন, ‘ছবিতে যে পুলিশকে দেখছেন আমার মামাতো ভাই দীপ্ত রায়। আমরাই বাংলাদেশ। একজন হিন্দু পুলিশ একজন শারীরিক অক্ষম মুসলমান ভাইকে তার নামাজ আদায়ের সময় বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে‌। এই দেশ সব ধর্মের মানুষের। এই দেশ ইতিবাচক মানুষের। নেতিবাচক মানুষের নষ্ট চিন্তাভাবনা থেকে দেশ মুক্ত থাকুক। আমি গর্বিত এমন ভাই আমার আছে।’

সর্বশেষ আপডেট, রাজেশ রঞ্জনের পোস্টটি ফেসবুকে সাত হাজারের বেশি শেয়ার হয়েছে। ওই পোস্টে নেটিজেনরা প্রশংসাসূচক নানা মন্তব্য করছেন।

ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আমরা এমন বাংলাদেশ চাই। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যে যার ধর্ম ঠিকমতো পালন করবে। আরেকজন লিখেছেন, সব পুলিশ খারাপ না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম।

পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দীপ্ত রায় রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ফোর্সে দায়িত্বরত বলে জানা গেছে।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds