পুড়ছে লেবানন 

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, শনিবার রাত থেকে চলছে বোমা হামলাও। প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে বাসিন্দারা। 

২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলায় ১ হাজার ১১০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

‘বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল শিখা থেকে ধোঁয়া ঘণ্টাখানেক ধরে উঠতে দেখা গেছে’ জানিয়ে ন্তর্জাতিক গণমাধ্যম এএফপি বলছে, কোথাও কোথাও ইসরায়েলি বাহিনী মারাত্মক হামলা চালিয়েছে। একটি জায়গায় টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে বোমাবর্ষণ করা হয়েছে। যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। 

এক বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘাত চলছিল ইসরায়েলের। 

শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে আমরা ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছি। ধ্বংস করেছি হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল। 

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে।

This will close in 20 seconds